SBM Magnet Credit card পাওয়ার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেননা |
SBM Magnet Credit Card রিভিউ
হ্যালো , সম্মানিত পাঠক বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন। অনেকই আছেন ক্রেডিট কার্ড পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন নামিদামী ব্যাঙ্ক থেকে যেমন SBI Credit Card,HDFC Credit Card অথবা One Card Credit Card কিন্তু সব জাগায় বিফল হয়েছেন শুধুমাত্র আগে কনো ক্রেডিট হিস্ট্রি না থাকার কারনে নতুবা low Credit স্কোর থাকার কারণে । সব থেকে বেশি ঠোক্কর খেয়েছেন স্টুডেন্টরা। তাদের তো কনো হিস্ট্রিই নেই । আর চিন্তা কিসের এবার থেকে স্টুডেন্টরাও এই কার্ড এপ্লাই করতে পারবেন বিনা ইনকাম প্রুফ দেখিয়ে।
তবে এই সমস্যার সমাধান দিতে আবার একটা ধামাকাদার রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই ক্রেডিট কার্ড টি মুলত এফ.ডি (Fixed Deposit) র উপর ভিত্তি করেই অফার করা হয়েছে। সাধারণত আপনি ফিক্সড ডিপোজিট এর ৯০ শতাংশ লিমিট অব্দি ব্যবহার করতে পারবেন।এমনকি আপনি আপনার করা ফিক্সড ডিপোজিট থেকে ৭ শতাংশ সুদ পেতে থাকবেন।
SBM Magnet কার্ড টি মুলত FD র উপর নির্ভর করেই সাথে সাথেই পেয়ে যাবেন কেবল মাত্র ৫০০০ টাকা ফিক্সড ডিপোজিট করে। শুধু তাই নয়। সাথে পেয়ে যাবেন সমস্ত লেনদেনের উপর ১%ক্যাশব্যাক
এই ক্রেডিট কার্ড কেন নিবেন
- কোনো ক্রেডিট হিস্ট্রির প্রয়োজন নেই
- কোনো ইনকাম প্রুফ লাগছেনা
- সমস্ত লেনদেনের উপর অবাধ ছাড়
- লাইফটাইম ফ্রি কনো গোপন চার্জ নেই
- ক্রেডিট লিমিট বাড়াতে পারবেন এক ক্লিকেই
অবশ্যই এপ্লাই করুন এই ক্রেডিট কার্ডটি যারা স্টুডেন্ট এবং যারা ইতিপূর্বে কখনো ক্রেডিট কার্ড নেননি।
একনজরে দেখেনিন আপনার কাঙ্খিত কার্ডটির Key Features
▪ বাৎসরিক কনো চার্জ নেই (No Annual Fee
▪ সমস্ত লেনদেনের উপর ১% ক্যাশব্যাক (Cashback on All Spends)
▪ ফিক্সড ডিপোজিটের উপর ৭ শতাংশ সুদ।
▪সাথে সাথেই কার্ড পেয়ে যাবেন। (১০০%)
কার্ডটি নেয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
▪ কার্ডটি আবেদন করার জন্য আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
▪ পরিচয়পত্র হিসেবে প্যান (PAN) কার্ড থাকতে হবে।
▪ ঠিকানা হিসেবে আধার(Aadhaar) কার্ড প্রয়োজন ।
▪ Working মোবাইল নাম্বার
👉আবেদন কারীর মোবাইল নাম্বার যেন আধার কার্ড প্যান কার্ড এর সঙ্গে লিঙ্ক থাকে।
এই কার্ডটির সুবিধা এবং অসুবিধা
সুবিধা
▪ বাৎসরিক ফিজ লাগবেনা।
▪ সব ক্ষেত্রেই সুবিধা পাবেন
▪রিওয়ার্ড সম্বলিত কার্ড
অসুবিধা
▪রিওয়ার্ডের পরিমাণ বেশি নয়।
▪ Annual Percentage Rate বেশি।
▪অধিক ব্যালেন্স ট্রান্সফারে Annual Percentage Rate বেশি লাগবে।
▪ বিদেশে টাকা পাঠাতে চার্জ লাগবে।
কি ভাবে আবেদন করবেন
১. নিচে দেওয়া লিংকে ক্লিক করুন
২.আপনার প্যান (PAN CARD) অনুযায়ী নাম এবং মোবাইল নাম্বারটি টাইপ করুন
৩. সাইন আপ বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস টি টাইপ করুন।
৪. ওটিপি ভেরিফিকেশন করুন
৫. পরবর্তী অপশন গেট মাই কার্ড এ ক্লিক করুন।
৬. প্রয়োজনীয় পারমিশন দিন
৭.আপনি কতটুকু লিমিটযুক্ত কার্ড নিবেন তা লিখুন
৮. একদম ওপরে কত পরিমাণ FD করবেন তা লিখুন।
৯. সম্মতি দিয়ে পরবর্তী অপশনে এগিয়ে যান
১০. প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি দিয়ে পরবর্তী স্টেপে এগিয়ে যান।
১১. স্টেপ কমপ্লিট হলে আপনার ভার্চুয়াল কার্ডটি দেখতে পাবেন।
১২. আপনার কার্ডটি ব্যবহার করার জন্য তৈরি।
সর্বশেষ বোনাস টিপস্
SBM Magnet Credit card সুবিধা পেতে কতগুলি প্রয়োজনীয় টিপস্ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। কার্ডির সার্বাধিক সুবিধা ভোগ করতে হলে , আপনাকে সময়ে ক্রেডিট কার্ড বিল প্রদান করতে হবে। এছাড়াও কার্ডটির অন্যান্য সুবিধা যেমন অনলাইন কেনাকাটার সুরক্ষা,কনো জিনিসের ওয়ারেন্টি বৃদ্ধি করা। গাড়ির ইন্সুরেন্স ভ্রমন ইন্সুরেন্স ইত্যাদি।